ChannelPadma Privacy Policy

ব্যবসায়ীর প্রেমে সুস্মিতা সেন

ব্যবসায়ীর প্রেমে সুস্মিতা সেন
CHANNEL PADMA bd 2022

ব্যবসায়ীর প্রেমে সুস্মিতা সেন

বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন নতুন প্রেমে জড়িয়েছেন। একের পর এক প্রেমে জড়িয়ে আলোচনায় আবার তিনি।

এবার ভারতের ধনাঢ্য ব্যবসায়ীর প্রেমে মজলেন সুস্মিতা। তার নাম ললিত কুমার মোদী। তিনি আইপিএলের সাবেক চেয়ারম্যান। ৫৮ বছর বয়সী ললিতের সঙ্গে সুস্মিতার সম্পর্কের বিষয়টি গোটা ভারতে এখন আলোচনার কেন্দ্রে। তাদের বিভিন্ন ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

সুস্মিতার সম্পর্ক ছিল রোহমান শোলের সঙ্গে। এর আগে ললিতের সাথে। যিনি সুস্মিতার চেয়ে ১৫ বছরের ছোট। তার সঙ্গে ডিসেম্বরে ব্রেকআপ করেন সুস্মিতা। সম্পর্কের ইতি টানেন তারা দুজনের সম্মতিতেই।

ব্যবসায়ীর প্রেমে সুস্মিতা সেন

এদিকে সুস্মিতার নতুন প্রেমের খবরে সাবেক প্রেমিক রোহমানের প্রতিক্রিয়া কী? সেটাও উঠে এসেছে ভারতীয় গণমাধ্যমে। রোহমান বলেছেন, ‘তাদের এখন সুখে থাকতে দিন। ভালোবাসা সবসময়ই সুন্দর

আমি শুধু এতটুকুই জানি, সে যখন কাউকে পছন্দ করেছে, অবশ্যই তিনি তাকে পাওয়ার যোগ্য।’

বৃহস্পতিবার (১৪ জুলাই) মাইক্রোব্লগিং সাইট টুইটারে সুস্মিতা সেনকে নিজের স্ত্রী হিসেবে উল্লেখ করেন ললিত মোদী।

দু’জনের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘লন্ডনে ফিরলাম পরিবারের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটিয়ে, আর অর্ধাঙ্গী সুস্মিতাকে নিয়ে কী বলবৃনতুন শুরু, নতুন পরিবারৃস্বপ্নের দেশে আছি।’

মুহূর্তের মধ্যেই তাদের বিয়ে নিয়ে হৈচৈ শুরু হয়ে যায়। এরপর ললিত মোদী লেখেন, ‘বিয়ে নয়, প্রেমের সম্পর্কে রয়েছি। তবে একদিন বিয়ের বাঁধনেও বাঁধা পড়বো।’

প্রসঙ্গত, রোহমানের সঙ্গেও বসবাস করতেন সুস্মিতা। তাদের বাগদানের গুঞ্জনও শোনা গিয়েছিল। এমনকি তারা বিয়ে করবেন, এমন পরিকল্পনাও ছিল। কিন্তু সবই ভেস্তে গেলো বিচ্ছেদে। আপাতত ব্যবসায়ী ললিতের সঙ্গে সুস্মিতার বসবাস।

ব্যবসায়ীর প্রেমে সুস্মিতা সেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published.