ফরিদপুরের বোয়ালমারীতে সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে ভোট না দেওয়ায় এক বৃদ্ধকে মারপিটের অভিযোগ উঠেছে নব-নির্বাচিত রুপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সোনা মিয়ার বিরুদ্ধে।
বৃদ্ধকে মারপিটের ঘটনায় ওই ইউপি চেয়ারম্যানের বিচার দাবীতে রোববার (২০ মার্চ) দুপুরে বোয়ালমারী পৌর সদরের ডাক বাংলোর সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।
জানা যায়, শনিবার দুপুর দুইটার দিকে বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের বাসিন্দা হাজ্বী আ. ওহাব শেখ (৮২) পার্শ্ববর্তী বনমালীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার রুমি মিয়ার বাড়িতে যাচ্ছিলেন।
ওই বাড়ির সামনে পৌঁছা মাত্রই ওই ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান সোনা মিয়ার অনুসারী রাকিব মোল্যা, মোরাদ মোল্যা, ছাদি মোল্যা, পান্নু মোল্যা, ছানোয়ার মোল্যাসহ ২০/২৫ জন আ. ওহাব শেখকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে জোরপূর্বক তাকে রূপাপাত ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।
সেখানে আগে থেকেই অপেক্ষমান ইউপি চেয়ারম্যান সোনা মিয়া ওহাব শেখকে লাথি মারে এবং চড় থাপ্পড় মারে। পরে বিষয়টি জানতে পেরে আ. ওহাব শেখের ছেলে আবু সাঈদ ৯৯৯ নম্বরে ফোন দিয়ে সহায়তা চাইলে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওহাব শেখকে উদ্ধার করে। এ ঘটনায় সুষ্ঠু বিচার চেয়ে আ. ওহাব শেখ বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে আ. ওহাব শেখ বলেন, ইউপি নির্বাচনে সোনা মিয়ার বিরুদ্ধে গিয়ে নৌকায় ভোট দেয়ায় আমাকে সোনা মিয়া ও তার লোকেরা শারীরিকভাবে নিগৃহীত করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এবিষয়ে রুপাপাত ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান সোনা মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া সম্ভব হয়নি।
Leave a Reply