সিলেটের একটি আবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দুই নারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে নগরের সুরমা মার্কেটস্থ বদরুল আবাসিক হোটেল থেকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির একটি দল তাদের আটক করে।
সন্ধ্যায় মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সুরমা মার্কেটের বদরুল আবাসিক হোটেলে একদল পুলিশ অভিযান চালায়। বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল হোটেলে গিয়ে দেখতে পান অনৈতিক কাজে লিপ্ত রয়েছেন কয়েকজন নারী-পুরুষ। এসময় দুই নারী ও পাঁচ পুরুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আটকদের মধ্যে পাঁচ যুবকের ঠিকানা জানা গেছে। তাদের মধ্যে তিনজনের বাড়ি দক্ষিণ সুরমার মোগলাবাজারে, একজনের ওসমানীনগর ও আরেকজন সুনামগঞ্জের বাসিন্দা। তবে পুলিশ আটক দুই নারীর নাম-ঠিকানা উল্লেখ করেনি।
এর আগেও অসামাজিক কাজে লিপ্ত থাকায় বদরুল হোটেলে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে পুলিশ।
Leave a Reply