ফরিদপুরের বোয়ালমারীতে উচ্ছেদ আতংকে দিন পার করছে অসহায় একটি পরিবার। দীর্ঘদিন ধরে পরিবারটি স্থানীয় প্রভাবশালীদের দ্বারা নির্যাতিত হচ্ছে বলে অভিযোগ করেছে জমির মালিক আলেয়া বেগম ও তার পরিবার।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বোয়ালমারী পৌরসভার ১০৪ নং শিবপুর মৌজার হাল দাগ ২৭২৯ নং দাগের ক্রয়কৃত ৫শতাংশ জমিতে স্থানীয় প্রভাবশালীরা ভাড়া দেওয়ার জন্য সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে।
এবিষয়ে জমির মালিক আলেয়া বেগম বলেন, আমি ২০০৯ সালে বায়না মূলে মোজাহার মোল্যার কাছ থেকে জমি ক্রয় করি। এই জমি থেকে স্থানীয় প্রভাবশালী টোকন গংরা আমাকে নানা ভাবে উচ্ছেদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার রাতে আমার বাড়িতে হামলা চালায় তারা। পরে পুলিশ আসলে তারা চলে যায়।
তিনি বলেন, পরে আরো দেড় শতাংশ জমি কিনেছি, সেগুলো তারা দখল করে নিয়েছে। এখন যেকোন সময় তারা আমাদের উপর হামলা চালিয়ে পরিবারসহ সরিয়ে দিতে পারে। আমি সরকারের কাছে নিরপেক্ষ বিচার প্রার্থনা করছি।
এসব বিষয় অস্বীকার করে গাজী কামরুজ্জামান টোকন জানান, আমার বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা। এই জমির দাগে মোট ২৯ শতাংশ জমি রয়েছে। সেখানে আড়াই শতাংশ জমি কম রয়েছে। এই জমি তারা আমার ভিতর ঢুকে ঘর তুলেছে। তারা জমির দলিল করলেও এখন পর্যন্ত মিউটেশন করতে পারেনি। আইনগতভাবে তারা জমি পাবেনা এখানে। হামলার ব্যাপারে তারা যে কথা বলছে এ গুলো সঠিক নয়।
এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বলেন, দুই পক্ষ প্রতিনিয়ত জমি নিয়ে গন্ডগোল করছে। কল পেলেই সেখানে যাচ্ছি আমরা। জমির বিষয়টি আদালতের দেখার কথা। তবে আইন শৃংখলার কোন অবনিত হলে পুলিশ যথাযথ আইনি ব্যবস্থা গ্রহন করবে।
Leave a Reply